চাচার বয়সী ব্যক্তির দ্বারা হেনস্তার শিকার তারকা অভিনেত্রী

চাহাত খান্না.jpg

ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ চাহাত খান্না। বিশেষ করে হিন্দি ধারাবাহিক ‘বাড়ে আচ্ছা লাগতে হ্যায়’-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয়ের দুনিয়ায় সাফল্য থাকলেও ব্যক্তিগত জীবনে ছিল নানা চড়াই-উতরাই।

চাহাতের ব্যক্তিগত জীবন বেশ জটিল। প্রথমে তিনি ধর্ম পরিবর্তন করে একজন মুসলিম যুবককে বিয়ে করেন। তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু সেই সম্পর্কও বিচ্ছেদে গড়ায়। অর্থাৎ, দুটি বিয়েই টেকেনি চাহাতের। বর্তমানে তিনি দুই সন্তানের মা হিসেবে নতুন জীবনের পথ ধরেছেন।

বিবাহবিচ্ছেদের পর চাহাত খান্নার সঙ্গে বলিউড গায়ক মিকা সিংহের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। যদিও এই সম্পর্ক কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়নি এবং বেশিদিন স্থায়ীও হয়নি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে চাহাত খান্না নিজের জীবনের এক গভীর ও বেদনাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, ছোট বয়সে তার আবাসনের এক বাঙালি চাচার দ্বারা দিনের পর দিন যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল। সেই চাচা প্রায় দিন তার জন্য চকোলেট নিয়ে আসতেন, কোলে বসাতেন। চাহাত বলেন, ‘তখন বুঝতে পারিনি, এই অবস্থায় কী করছেন। বহু বছর পর আমার এক বন্ধু তার নামে অভিযোগ দায়ের করায় আমার উপলব্ধি হল, এই একই কাজ আমার সঙ্গেও হয়েছে।’

চাহাত খান্নার এই সাহসী স্বীকারোক্তি সমাজে যৌন হেনস্তার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনেকেই নিজেদের অভিজ্ঞতা লুকিয়ে রাখেন সমাজের ভয়ে, কিন্তু চাহাতের মতো কেউ একজন এগিয়ে এসে মুখ খুললে, অন্যরাও সাহস পান নিজেদের কষ্টের কথা জানানোর।

চাহাত খান্নার জীবনযাত্রা আমাদের শিখিয়ে দেয়, কঠিন সময় পেরিয়ে কিভাবে একজন নারী নিজের জীবনে এগিয়ে যেতে পারেন। তার এই সাহসী পদক্ষেপ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।

তথ্যসূত্র: আনন্দ বাজার পত্রিকা

Leave a Reply