এসএসসি পরীক্ষার্থীরা হলে যাওয়ার পথে পাচ্ছেন খাবার পানি ও কলম

এসএসসি পরীক্ষার্থী.jpg

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের নির্দেশে পটুয়াখালীর বাউফলে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও হলগুলোতে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাবার পানি ও কলম বিতরণ করছেন।

আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পরীক্ষার হলে যাওয়ার সময় পরীক্ষার্থীদের হাতে এক বোতল করে পানি ও একটি করে কলম তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে থেকে এ কার্যক্রম পরিচালনা করেন।

বাউফল কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষার্থী সামিয়া আক্তার জানান, “উপহার পেলে ভালোই লাগে, তা যতোই সামান্য হোক না কেন। এক বোতল পানি ও একটি করে কলম দেয়া হচ্ছে এটা আমার কাছে পজিটিভ মনে হয়েছে।”

পরীক্ষার্থী সামিয়া আক্তারের বাবা মোঃ সাইফুল ইসলাম বলেন, “বিএনপির এ উদ্যোগটি ভালো। আমি সাধুবাদ জানাই।” এই মানবিক সহায়তা তাদের সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণকে কিছুটা হলেও সহজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

বাউফলের দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী বলেন, তার এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীরা পানি ও কলম প্রদান করছেন। তিনি জানান, “বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও বাউফলের কৃতি সন্তান মু. মুনির হোসেনের নির্দেশে আমরা এই দায়িত্ব পালন করছি।”

তিনি আরও জানান, তার এলাকার এসএসসি পরীক্ষার্থীরা বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কালাইয়া কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছে। সেই সকল পরীক্ষার্থীদের জন্য পানি ও কলম সরবরাহ করা হচ্ছে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএনপির এ ব্যতিক্রমী সামাজিক উদ্যোগটি এলাকার মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। শিক্ষার্থীদের প্রতি এমন মানবিক দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দলগুলোর জন্য একটি ভালো উদাহরণ হয়ে থাকবে বলে অভিভাবক মহলের মত।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply