রাজধানীর ব্যস্ত সাইন্সল্যাব এলাকায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার কিছু পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
শিক্ষার্থীদের এই বিরোধের কারণে মিরপুর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফেরানোর চেষ্টা করে। একই সময়ে, সাইন্সল্যাব মোড় থেকে সিটি কলেজের শিক্ষার্থীদেরও সরিয়ে কলেজে ফিরিয়ে নেওয়া হয়।
পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় আবারো স্বাভাবিক যান চলাচল শুরু হয়। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ এলাকায় সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
