চীন আংশিক শুল্ক ছাড়ে খুশি নয়! বড় পদক্ষেপ চায়

চীন আমেরিকা.jpg

চীন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়কে “একটি ছোট পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়ে ওয়াশিংটনকে আরও বড় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্সের ওপর আরোপিত বর্ধিত আমদানি শুল্ক থেকে এসব পণ্যকে অব্যাহতি দেয়।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, এই ছাড় যুক্তরাষ্ট্রের “একতরফা পারস্পরিক শুল্ক” নীতির একটি ভুল সংশোধনের দিকে ছোট পদক্ষেপ মাত্র। বিবৃতিতে আরও বলা হয়, “এই ভুল সংশোধনের জন্য এটি একটি ছোট পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের উচিত অন্যায় পদক্ষেপ সম্পূর্ণরূপে বাতিল করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমান সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধানের পথে ফিরে আসা।”

যুক্তরাষ্ট্রের সর্বশেষ এই শুল্ক ছাড়ের ফলে চীন থেকে আমদানিকৃত প্রায় ১০১ বিলিয়ন ডলারসহ মোট ৩৯০ বিলিয়ন ডলারের পণ্য শুল্কমুক্ত হচ্ছে। র‍্যান্ড চায়না রিসার্চ সেন্টারের সহযোগী পরিচালক জেরার্ড ডিপিপ্পোর সংকলিত ২০২৪ সালের মার্কিন সরকারি বাণিজ্য পরিসংখ্যান অনুসারে এ তথ্য জানা যায়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত চীন থেকে আসা পণ্যের ওপর আগে থেকে ধার্য ১২৫% পর্যন্ত শুল্ক এবং অন্যান্য দেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর প্রযোজ্য ১০% বেসলাইন শুল্কের আওতা সংকুচিত করেছে। ফলে কিছু গুরুত্বপূর্ণ ভোক্তা ইলেকট্রনিক্স পণ্য এখন এই শুল্ক থেকে অব্যাহতি পাচ্ছে।

চীন স্পষ্ট করে দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানালেও, এটি যথেষ্ট নয়। দেশটি বলছে, বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে ও উভয় দেশের মধ্যে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আরও বড় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply