নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে কষ্টার্জিত ২ উইকেটের জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। এটি ছিল তাদের টানা দ্বিতীয় জয়।
টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। প্রথম উইকেটে ৬ রানে ধাক্কা খেলেও দ্বিতীয় উইকেটে ৫০ ও চতুর্থ উইকেটে ৭২ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটিতে বড় সংগ্রহ গড়ে তোলে তারা। দলের স্কোরবোর্ডে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান জমা হয়। অধিনায়ক গ্যাবি লুইস করেন ৪ চারে ২৪ রান, অ্যামি হান্টার ৪ চারে ৩৩, ওরলা প্রেন্ডারগাস্ট ৩ চারে ৪১ ও লরা ডেলানি ৬ চারে ৬৩ রান করে আয়ারল্যান্ডের ইনিংসকে মজবুত করেন।
শেষদিকে আরলিন কেলি ১৭ বলে ৩ চারে অপরাজিত ২৪ রান করে দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেন। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ১০ ওভারে ৩৯ রানে ৩টি এবং ফাহিমা খাতুন ৮ ওভারে ৫০ রানে ২টি উইকেট নেন।
২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ নারী দল। মাত্র ২ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৫২ রানের জুটি কিছুটা স্বস্তি দিলেও ধীরে ধীরে রান তুলতে গিয়ে আবারও উইকেট হারায় বাংলাদেশ।
শারমিন ৪৫ বলে ২৪ রান করে আউট হন, এরপর সোবহানা মোস্তারি ৭ রানে বিদায় নেন। যদিও অধিনায়ক জ্যোতি দায়িত্বশীল ইনিংস খেলেন, ৬৮ বলে ৫১ রানে আউট হওয়ার আগে কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু তখন দলের স্কোর ছিল মাত্র ৯৪/৫।
সেখান থেকে ম্যাচে ফেরার লড়াই শুরু করেন রিতু মনি। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৫ রানের এবং সপ্তম উইকেটে জান্নাতুল ফেরদৌস সুমনার সঙ্গে ৪০ রানের দুটি জুটি গড়ে দলের হাল ধরেন তিনি। ফাহিমা করেন ৩৮ বলে ২৮ রান, সুমনা ২৩ বলে ১৯ রানে বিদায় নেন। এরপর রাবেয়া ১৪ বলে ৫ রান করে ফিরে গেলে আবার চাপে পড়ে যায় বাংলাদেশ।
তবে সেখানেও হার মানেননি রিতু। শেষদিকে নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে নবম উইকেটে গড়েন রেকর্ড ৫৪ রানের জুটি, যা নারী ওয়ানডেতে বাংলাদেশের নবম উইকেটে সর্বোচ্চ জুটি। এই জুটি ভাঙেনি। মাত্র ৩৩ বলে গড়া এই জুটিতে রিতু করেন ৬৭ রান (৬১ বলে, ৬ চার ও ১ ছয়) এবং নাহিদা অপরাজিত থাকেন ১৮ রানে (১৭ বলে ২ চার)।
সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, ম্যাচের শেষ দিকে যখন জয় থেকে ৫০ রান দূরে ছিল বাংলাদেশ এবং হাতে ছিল মাত্র ২ উইকেট, তখনই রিতু মনির দৃঢ়তা আর আত্মবিশ্বাসে জয়ের পথে এগিয়ে যায় দল। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ৮ উইকেটে ২৪০ রান করে ২ উইকেটের জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
আয়ারল্যান্ডের হয়ে প্রেন্ডারগাস্ট ও আরলিন কেলি ২টি করে উইকেট নেন। ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার মতো দুর্দান্ত ইনিংস উপহার দেন রিতু মনি, যেটি তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সও বটে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
