পনেরো বছর। হ্যাঁ, পুরো পনেরোটা বছর কেটে গেছে, তবুও দর্শকের মনের আকাশে এখনো স্পষ্ট সেই হাসিমাখা মুখ, প্রাণবন্ত অভিনয় আর এক অনন্য অভিজ্ঞতা। বলছি অন্তু করিম ও সায়না আমিনের কথা, যারা এক সময়ের মিউজিক ভিডিও দুনিয়ায় এনেছিলেন নতুন ধারা, এক নতুন যাত্রা।
তখনকার সময় মিউজিক ভিডিও মানেই ছিল না শুধু গানের সঙ্গে কিছু দৃশ্য, বরং ছিল এক অনুভব, এক গল্প। সেই গল্পের সূচনা হয়েছিল ‘একজীবন’ নামের গান দিয়ে। একটাই কাজ—তবুও আজও স্মৃতির পাতায় তারা অম্লান। ‘একজীবন’ মিউজিক ভিডিও যেন হয়ে উঠেছিল এক প্রজন্মের আবেগ, এক চিরন্তন ছোঁয়া।
১৫ বছর পেরিয়ে গেলেও দর্শকের মনে এখনো গেঁথে আছে সেই মুখ, সেই কাজ। একটি মাত্র ভিডিও দিয়েই অন্তু করিম ও সায়না আমিন হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয়। তাদের শিল্পীসত্তা আর নিখুঁত অভিনয় দর্শক মনে তৈরি করেছিল এক অমূল্য স্থান।
সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলের বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে তারা ফিরে গেলেন সেই সোনালী অতীতে। বললেন কিভাবে শুরু হয়েছিল তাদের মিডিয়া যাত্রা, কেমন ছিল সেই স্বপ্ন দেখার দিনগুলো। আড্ডার ফাঁকে উঠে এলো পুরনো দিনের হাসি, কৌতুক, হতাশা আর সফলতার গল্প।
তবে একটি প্রশ্ন থেকেই যায়—তারা কি হারিয়ে গিয়েছিলেন? নাকি জীবনের অন্য পাতায় একটু থেমেছিলেন?
জীবন যেমন শেখায়, তেমনি বদলে দেয় স্বপ্নের রঙ। সময়ও তার নিজস্ব ছকে গড়ে তোলে নতুন পথ। অন্তু করিম আজ একজন কনটেন্ট নির্মাতা হিসেবে কাজ করছেন পর্দার আড়ালে, তরুণদের সুযোগ করে দিতে কাজ করে চলেছেন নীরবে। অন্যদিকে, সায়না আমিন এখন লন্ডন প্রবাসী, যুক্ত আছেন কর্পোরেট দুনিয়ায় এবং কাজ করছেন মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে। যদিও পেশাগত পথ আলাদা হয়ে গেছে, তাদের বন্ধুত্ব আজও একই রকম অটুট ও মধুর।
দর্শকের ভালোবাসায় গড়া সেই স্মৃতি আজও উজ্জ্বল। আর এবার তাদের মুখ থেকে শোনা সেই গল্প যেন ফিরিয়ে আনলো এক সোনালি সময়কে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
